
রাইজিংসিলেট- তামাবিল স্থলবন্দর অচল, যাত্রা সচল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি শনিবার (২৯ জুন) থেকে বন্ধ রয়েছে। তবে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
চুনাপাথর ও মিথানল আমদানি এবং কিছু প্লাস্টিক পণ্য ও ওষুধ রপ্তানির কাজ এ বন্দর দিয়ে হয়ে থাকে। হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রোববার (৩০ জুন) রাতে এনবিআর কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে শিগগিরই বন্দর কার্যক্রম স্বাভাবিক হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।