
রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘ভুল ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন বাতিল করেছে আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে আদেশ দেন।
এর আগের দিন, বুধবার (১৯ নভেম্বর), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে এই আবেদন করেছিলেন। মামলায় শাহিন মাহমুদের পাশাপাশি অজ্ঞাত আরেকজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।
আবেদন দাখিলের পর আদালত প্রথমে বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং পরে সিদ্ধান্ত ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আবেদনটি খারিজ করে দেন বিচারক।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ১২ নভেম্বর এক রাজনৈতিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় গণভোটের চেয়ে নিত্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা বেশি জরুরি। ওই মন্তব্যকে কেন্দ্র করে ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
সে পোস্টে বলা হয়, ৮৮ কোটি টাকা ব্যয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে কৃষকদের সহায়তায় ব্যয় করলে আলু–পেঁয়াজের সঠিক দাম নিশ্চিত হতো।
বাদীর দাবি—তারেক রহমান এমন কোনো বিলাসবহুল গাড়ি কেনেননি, এবং শাহিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।