সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ ঐক্যবদ্ধ বলেছেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা, সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক । ৩১ দফার আলোকে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, সাবেক এমপি এম. ইলিয়াস আলীর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বিগত সরকার কোনো উন্নয়ন করে নাই। ইনশা আল্লাহ, আমি আগামী দিনে সংসদ সদস্য হলেও বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো।
তিনি আজ বুধবার (২২ অক্টোবর) বিকালে বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমেদ খলকু, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক শেখ বদরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল গফফার, শাহ আলম, বিএনপি নেতা খসরুজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমুখ।