
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত বলেছেন, বাংলাদেশে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।
৩ অক্টোবর (শুক্রবার) সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট জেলা তাঁতীদলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বিলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মামুন আল রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান লোকমান এবং তাঁতীদল সিলেট জেলা শাখার সদস্য দুলাল আহমদ, মো. আবদুল খালিক, কামাল উদ্দিন, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শেরচ আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. ইজ্জাত আহমদ, মো. নবী হোসেন, রফিক উদ্দিন, মো. সুমন, মুজিবুর রহমান এপল, মো. বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, বিল্লাল আহমদ, মো. রাকিবুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, মো. শামীম আহমদ এবং এম এ জব্বার প্রমুখ।