ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান ঢাকায় আসতে রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি-পররাষ্ট্র উপদেষ্টা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসতে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কাছে গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে ।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকা-দিল্লির হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব কূটনীতি নিয়মিত ঘটনা।

এদিকে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য। কারণ, তারা বিগত ১৫ বছরের প্রহসনের নির্বাচন নিয়ে কিছু বলেনি। এ সময় শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে ভারতকেই বিরত রাখতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সেভেন সিস্টার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সেভেন সিস্টার আলাদ করার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য অবান্তর।

গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।