ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে ভারত থেকে চোরাইভাবে আসা পেঁয়াজ ও চিনি জব্দ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ভারত থেকে চোরাইভাবে আনা পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। অভিযানটি বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদীতে পরিচালিত হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় তিন লাখ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে লাউরগড় বিওপি সদস্যরা মালিকবিহীন অবস্থায় দুটি বারকী নৌকা, ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে।

তিনি আরও জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে উৎসাহিত হন, সেই কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও, চোরাইভাবে ভারত থেকে পেঁয়াজ আনার ফলে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা স্থল ও নৌপথ উভয় ক্ষেত্রেই অব্যাহত রয়েছে। আটককৃত নৌকা ও মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।