
রাইজিংসিলেট- সারাদেশে তীব্র তাপদাহের কারনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহ থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় যেসব বিভাগের পরীক্ষা চলছে তা স্থগিত করা হয়েছে পরবর্তীতে সেগুলো শিডিউল করে নেয়া হবে। রোববার (২১ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো.আইনুল ইসলাম।
এ বিষয়ে ড. আইনুল ইসলাম জানান, চলতি সপ্তাহে সব বিভাগের সব ক্লাস অনলাইনে হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা থাকলে সেগুলো স্থগিত থাকবে, এ পরীক্ষাগুলো রিশিডিউল করা হবে।
প্রসঙ্গত, দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে ইতোমধ্যে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সিদ্ধান্ত জানিয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।