
রাইজিংসিলেট- আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনারদের বৈঠকে রোডম্যাপ অনুমোদন পেয়েছে।
এর আগে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর চার দিনের শুনানি শেষ হয়েছে। ৩৩ জেলার ৮৪টি আসন ঘিরে মোট ১,৮৯৩টি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১,১৮৫টি ছিল প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে।
সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং তা বর্তমানে টাইপিংয়ের পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, তা আজই প্রকাশ করা হবে।”
এই রোডম্যাপে থাকবে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী ধাপসমূহ, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী আইন সংশোধন, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণসহ প্রস্তুতিমূলক কার্যক্রমের বিস্তারিত সময়সীমা।
এছাড়া পাবনা ও সিরাজগঞ্জ জেলায় আসন পুনর্বিন্যাস নিয়ে বিভিন্ন প্রস্তাব ও দাবি উঠে এসেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, আর সিরাজগঞ্জে আগের আসন বিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।