ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়কের মরদেহ উ দ্ধা র

rising sylhet
rising sylhet
নভেম্বর ১১, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

একটি বাসা থেকে থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রফিক আহমেদ বলেন, সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, তার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে সাব্বিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আমরা জানতে পেরেছি সাব্বিরসহ আরও ৩-৪ জন ওই বাসায় থাকতেন। তাদের সবাই আজ সকালে যে যার মতো কাজে চলে যান। পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।