বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার শক্তিশালী লক্ষ্যে সারাদেশের ন্যায় একযোগে দক্ষিণ সুরমা উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ২৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আব্দুল মুকতাদির মিলনায়তনে এ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়,উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,সহকারী সমাজসেবা কর্মকর্তা শাহীনুজ্জামান চৌধুরী,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ।এসময় আরো উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত সহ বিভিন্ন পেশার পুরুষ ও মহিলারা।