
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন- “স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষ মানবীয় মর্যাদা ও ন্যায্য অধিকার পায়নি। ক্ষমতার বার বার পালাবদল হয়েছে, কিন্ত এদেশের জনগন সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে পায়নি। মানবীয় মতবাদের ব্যর্থতায় দেশের মানুষ আজ বিকল্প কিছু চায়। বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র কাঠামো গঠনের জন্য ইসলামী আদর্শের কোন বিকল্প নেই। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত মানুষের কাছে পৌছে দিতেই খেলাফত মজলিস আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে প্রার্থী চূড়ান্ত করেছে। দলমতের উর্ধে উঠে ইসলামী আদর্শের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যেতে হবে।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার দায়িত্বশীল ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ৯টায় টার্মিনাল রোডস্থ আহমদ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা ইমদাদুল হক নোমানী, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমদ সোহান।
সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখার কমিটি পূনর্গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটির দায়িত্বশীলগন হলেন, সভাপতি- হাফিজ মাওলানা আলাউদ্দিন, সহ-সভাপতি- হাজী ফখরুল ইসলাম, মাওলানা ফয়েজ উদ্দিন, হাফিজ মাওলানা গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক- মাওলানা কাওসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক-এস এম দিলওয়ার হাসান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক- ইমরান আহমদ, বায়তুলমাল সম্পাদক- হাফিজ মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক- ইঞ্জিনিয়ার হেলাল আহমদ, নির্বাহী সদস্য- মাওলানা নাজিম উদ্দীন।