দক্ষিণ সুরমা সরকারি কলেজের সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১ টায় বেলুন উড়িয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে। তাই দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব সবার অংশগ্রহণে সফলতা অর্জন করবে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিন সুরমা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো: আতাউর রহমান, ক্রীড়া কমিটির সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আমিনুর রহমান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাফিস সাকিনা, দর্শন বিভাগের প্রভাষক বিশ্বজিৎ দাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরজাহান খাতুন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ মো. মতিউর রহমান, রাহেনা হক, ছালমা ইয়াছমিনা, প্রভাষক মতিলাল দাশ, মো: মুহিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, প্রভাষক শ্যামলী চক্রর্ত্তী, প্রভাষক সুভাষ চন্দ্র সাহা, প্রভাষক মো: শফিকুল ইসলাম, প্রভাষক কাজরী রানী ধর, প্রভাষক কানিজ ফাতেমা, প্রভাষক সুপ্তা রানী চৌধুরী, প্রভাষক পলাশ রঞ্জন দাস, প্রভাষক শাহেদ আহমদ, প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন, প্রভাষক মোহাম্মদ ময়নুল হক, প্রভাষক আলতাফ হোসেন, প্রভাষক ফাতেমা খানম, প্রভাষক মো: শাহরিয়ার খান, প্রভাষক মাহবুবা বেগম, প্রভাষক হুমায়রা বেগম মনি, প্রভাষক মো: আতাউর রহমান ভূইয়া, প্রভাষক শিল্পী মালাকার, শুকরিয়া জাহান, প্রভাষক সোনিয়া অর্জুন, প্রভাষক দীপক চন্দ, প্রভাষক মাহমুদা আক্তার, প্রভাষক মো: গিলমান আলী, প্রভাষক আব্দুন নূর শামীম, প্রভাষক খালেদ আহমদ, প্রভাষক সাইফুর রহমান, প্রভাষক নন্দন কর্মকার, প্রভাষক নুসরাত ফাতেমা, প্রভাষক নরুজ্জামান কোরেশী, প্রভাষক সৈয়দা মোমেনা বেগম লিমু,প্রভাষক রেজওয়ানা তসনিম,প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক সুমন রায়, প্রভাষক মো: মুহিবুর রহমান, প্রভাষক সামিয়া তাহসিন আলম, প্রভাষক পলি সেনাপতি, প্রভাষক ফাহমিদা বেগম লুবনা, প্রভাষক শাহ আলম,শরীর চর্চা শিক্ষক মুহাম্মদ আব্দুছ ছাত্তার সহ প্রমূখ।