
বহু কাঙ্খিত সিলেটের জৈন্তাপুর-চতুল-কানাইঘাট-শাহবাগ ১৩ কিলোমিটার আঞ্চলিক সড়কের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) উপজেলার দরবস্তে জামেয়া দারুল হাদিস মদীনাতুল উলুম খরিলহাট মাদরাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, মাদরাসার শায়খুল হাসিদ মাওলানা শফীকুর রহমান ক্বাসেমী, ভাইস চেয়ারম্যান মাওলানা কবির আহমদ, সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ওলিউর রহমান, মুফতি আফতাব উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটী, বিশিষ্ট মুরব্বী খলিলুর রহমান, আব্দুল হামিদ মেম্বার ও মাওলানা আমিন প্রমুখ।
দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, এই মাদরাসার বয়স প্রায় ৪০ বছর। শুরু থেকে এই মাদরাসার এবং এলাকার উন্নয়নে অনেকে কাজ করে যাচ্ছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান, জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন এবং এলাকার সাবেক ও বর্তমান চেয়ারম্যানরা এই মাদরাসা ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। দেশে-বিদেশ থাকার তাঁদের বন্ধুবান্ধবরাও সহযোগীতায় এগিয়ে এসেছেন। সামনে নির্বাচন, এজন্য আরো প্রার্থীরা রয়েছেন। যারা সুসময়ে এসে বিভিন্ন কথাবার্তা বলছেন।
সড়কের উন্নয়ন কাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরীর মিথ্যাচার সম্পর্কে ক্ষোভ বক্তারা বলেন, ভোটের মাঠে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে প্রথমে এলাকার মানুষকে তিনি (আরিফ) বিভ্রান্ত করেছেন। এখন বলে বেড়াচ্ছেন দরবস্ত সড়কের উন্নয়নের কাজ তার দ্বারা হয়েছে। অথচ সংশ্লিষ্ট প্রকৌশলী বলছেন, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এ কাজ হয়েছে। কোনো নেতার তদবিরে এই কাজ হয়নি। এটা প্রক্কলন প্রক্রিয়ায় ছিল, এখন কাজ শুরু হয়েছে। কোনো নেতার তদবিরে এই সড়কের উন্নয়ন টেন্ডার হয়নি।
স্থানীয়রা বলেন, দরবস্ত সড়কের উন্নয়ন কাজ এলাকাবাসীর আন্দোলনের ফসল। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েছে। কোনো এটা গতানুগতিক পদ্ধতিতে দরপত্রের মাধ্যমে কাজ শুরু হয়েছে। অথচ ভোট নেওয়ার জন্য অমুক সাব, তমুক সাব বলছেন, তিনি কাজ করিয়েছেন। মূলত; আরিফ ভোটের মাঠে সুবিধা নিতে এলাকার মানুষের সাথে মিথ্যাচার করে বিভ্রান্ত করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।