ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দশ বছর পর আবার দেব-শুভশ্রী পর্দায়, শুরু নতুন জল্পনা

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দশ বছর পর আবার দেব-শুভশ্রী পর্দায়, শুরু নতুন জল্পনা। টলিউডের জনপ্রিয় দুই মুখ দেব এবং শুভশ্রী দীর্ঘ সময় পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। এক দশক আগে শুরু হওয়া ‘ধূমকেতু’ নামের একটি সিনেমা অবশেষে মুক্তির মুখে, আর এই ছবির মাধ্যমেই ফের একফ্রেমে দেখা যাবে এই প্রাক্তন জুটিকে।

২০১৫ সালে শুরু হয়েছিল ‘ধূমকেতু’র শুটিং। শুরুতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উৎসাহ, তবে নানা কারণে সিনেমাটির মুক্তি দীর্ঘদিন আটকে যায়। এই সময়ে দেব এবং শুভশ্রীর ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন—একসঙ্গে কাজ করাও বন্ধ হয়ে যায়।

তবে বছরখানেক ধরে আবার গুঞ্জন শুরু হয়, এবং সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দেয়। দেব একটি স্টোরিতে লেখেন “রেডি”, সঙ্গে একটি ব্যান্ডের ছবি; সেই একই ছবি শুভশ্রী নিজের স্টোরিতে শেয়ার করে দেন একই ক্যাপশনসহ। অনেকেই মনে করছেন, এটি হয়তো ‘ধূমকেতু’র প্রচারেরই ইঙ্গিত।

এই সিনেমার ট্রেলার প্রকাশ পাচ্ছে ৫ আগস্ট, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। অনেকে আশা করছেন, দেব ও শুভশ্রী একসঙ্গে হাজির হবেন সেই আয়োজনে। সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট, আর তার আগেই জল্পনা তুঙ্গে—তারা কি নতুন করে আবার জুটি বাঁধছেন?

প্রেম, বিচ্ছেদ, আবার দেখা—সব মিলিয়ে ‘ধূমকেতু’ হতে চলেছে বছরের অন্যতম চর্চিত ছবি। দর্শকরাও অপেক্ষায়, বড় পর্দায় আবার একবার দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।