সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননা ও শিক্ষা সিলেবাস-২০২৩ এ অসঙ্গতি পূর্ণ তথ্য সংযুক্ত করার প্রতিবাদে দাকোপ উপজেলা ইমাম পরিষদ এর আয়োজনে চালনা ডাকবাংলো চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ৫ ই ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ টায় দাকোপ উপজেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা অজিউর রহমান এর সভাপতিত্বে ও ইমাম পরিষদ দপ্তর সম্পাদক হাফেজ আক্তারুল ইসলাম এর পরিচালনায় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননা ও শিক্ষা সিলেবাস-২০২৩ এ অসঙ্গতি পূর্ণ তথ্য সংযুক্ত করার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,, ইমাম মোঃ ইয়াদুল ইসলাম, মাওলানা মোঃ জাকারিয়া, হাফেজ শওকত ইলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আলামিন, মাওলানা আব্দুল কাদ্দুস, মাওলানা আবুল হাসাদ, মাওলানা সোহরাব হোসাইন, মুফতি আহসান হাবিব, হাফেজ মাওলানা তাবারক হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেজ রবিউল ইসলাম, মুফতি ইকবাল হোসেন, মাওলানা মোঃ আজিজুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বীন হাসান প্রমুখ।
এসময় ইমাম পরিষদ এর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে একমত পোষণ করেন সাবেক জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন।