রঞ্জি ট্রফির ইতিহাসে আজকের দিন দুই বাঁহাতি বোলারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার(২৫অক্টোবর) নজির গড়েছেন সার্ভিসেস দলের দুই বোলার অর্জুন শর্মা ও মোহিত জাঙ্গরা। এক ইনিংসে দুই হ্যাটট্রিক এমন ঘটনা খুবই বিরল এবং আন্তর্জাতিক ক্রিকেটে কমই দেখা যায়।
প্রথম হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা। আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১২তম ওভারে আসামের অধিনায়ক রিয়ান গরাগ ও সুমিত ঘাড়িগাঁওকারকে আউট করার পরের বলেই শিবশঙ্কর রায়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ হ্যাটট্রিকের মাধ্যমে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেল রঞ্জি ট্রফি।
মাত্র দুই ওভার পরই হ্যাটট্রিকের আনন্দ উপভোগ করেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা। ১৫তম ওভারের শেষ বলে প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করার পর ১৭তম ওভারের প্রথম দুই বলে ফেরান মুখতার হোসেন ও ভার্গব লাখারকে।
দুই বোলারের এই অভিনব কৃতিত্বে মাত্র ১০৩ রানে অলআউট হয় আসাম। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা নতুন হলেও, মোট জগতে এটি পাঁচবারই ঘটেছে। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসের জোগিন্দর রাও একাই দুটি হ্যাটট্রিক করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছেন ১৯০৭ সালে আলবার্ট ট্রট। এছাড়া ১৯৮৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লেরু এবং ১৯৯৬ সালে ক্যান্টারবুরিতে কেন্টের ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগও একই কীর্তি গড়েছিলেন।