
সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টার দিকে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজারো নেতাকর্মী ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহরমুখী মিছিলে যোগ দেন।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদাই মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাব্বির মিয়া যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।