ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

জনতার ডাক : দিরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ”-এর পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদ এবং স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি ও এলাকাবাসীর নির্ধারিত স্থান – দিরাই মৌজার ধল রোড (জেএল নং ৯৬)-এ প্রতিষ্ঠানটি স্থাপনের দাবিতে দিরাই’র সর্বস্তরের জনগণ  সকাল ১১ টায় মানব বন্ধন করেন উক্ত স্থানটি ভৌগোলিক, সামাজিক ও অবকাঠামোগত বিবেচনায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য সর্বার্থে উপযোগী এবং নিরাপদ হিসেবে গণ্য হয়

কিন্তু  উক্ত নির্ধারিত স্থানটি গোপনে বাতিল করে ৭৬ নং বাঙ্গালগাঁও মৌজায় একটি ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত স্থানকে প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং তৎকালীন সময়ের প্রভাব খাটিয়ে সেখানে প্রকল্প অনুমোদন করানো হয়। এই স্থানটি, এলাকার একমাত্র খেলার মাঠ ও গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত,বিদ্যুৎ লাইন সংলগ্ন,এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

এছাড়াও, উক্ত সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে, সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে ও ক্ষমতার অপব্যবহার করে গ্রহণ করা হয়েছে, যা এলাকাবাসীর প্রতি এক ধরনের প্রতারণা এবং গণচেতনার প্রতি চরম অবমাননা। এই অবস্থায় দিরাই উপজেলার সর্বস্তরের জনগণ একত্রে মানব বন্ধন করা হয়।

দিরাই উপজেলার সর্বস্তরের জনগণ একত্রে হয়ে মানব বন্ধনে তাদের  দাবি গুলো হল

দিরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর স্থান পুনর্বিবেচনা করে স্থানীয় সরকারের নিরীক্ষণ কমিটি ও এলাকাবাসীর নির্ধারিত স্থান – দিরাই মৌজার ধল রোড (জেএল নং ৯৬) এ প্রতিষ্ঠানটি স্থাপন করা হোক।

ক্ষমতার অপব্যবহার করে, নিয়ম বহির্ভূতভাবে বিল পাস করিয়ে যারা এলাকাবাসীর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বের নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে মানব বন্ধনে বক্তারা বলেন, সরকার  শিক্ষার মানোন্নয়নের জন্য টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য  জায়গা নির্ধারণ করেছে। কিন্তু একটি মহল সেটি বানচালের ষড়যন্ত্র করতেছে। নির্ধারিত স্থানে দিরাই’র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্থাপিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।