
রাইজিংসিলেট- শিশুশিল্পী হিসেবে আলোচিত প্রার্থনা ফারদিন দীঘি এখন পরিণত অভিনেত্রী। বড় পর্দায় অভিষেকের পর শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও তিনি হাল ছাড়েননি। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। সম্প্রতি ‘জংলি’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং বর্তমানে তিনি ‘বিদায়’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন।
এক সাক্ষাৎকারে দীঘি জানান, একসময় অসুস্থতার কারণে তার ওজন বেড়ে যায়। চিকিৎসার সময় যে ওষুধগুলো খেতে হয়েছিল, সেগুলোর প্রভাবে শরীরে ফোলাভাব আসে। সে সময় সামাজিক মাধ্যমে নানা সমালোচনা ও ব্যঙ্গের মুখে পড়েন তিনি। হতাশার সময় পেরিয়ে এখন কঠোর পরিশ্রম, নিয়মিত ব্যায়াম ও ডায়েট মেনে আগের অবস্থায় ফিরেছেন।
দীঘি বলেন, “বডি শেমিং অনেক কষ্ট দেয়। তবে এখন আর এসব নিয়ে ভাবি না। আমি জানি, কাজ করলে সমালোচনা হবেই। আমার ভুল ধরার অধিকার শুধু আমার বাবারই আছে, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”