ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

দীর্ঘ ২৮ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন আয়োজন করা হবে। এর আগে দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্যাম্পাসে এখন সেমিস্টার ফাইনালের প্রস্তুতি চলছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে তা শেষ হবে, এরপরই নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র মতে, সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে ১৯৯৩ সাল থেকে শুরু করে মাত্র তিনবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর দীর্ঘ ২৮ বছর ধরে শাকসু অচল অবস্থায় পড়ে রয়েছে। এত বছর পর আবারও নির্বাচন আয়োজনের খবরে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হল সংসদ সংক্রান্ত গঠনতন্ত্রও এখনও সম্পন্ন হয়নি বলে জানানো হয়েছে। সেটিও দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘নির্বাচন যেন সংঘাত নয়, বরং উৎসবে রূপ নেয়, সেটিই চাই। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে, যারা তাদের চাওয়া-পাওয়ার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।