
কলেজ পড়ুয়া ও স্কুল পড়ুয়া দুই কিশোরীর ফেসবুকে সম্পর্ক। ওই দুই কিশোরী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় এসে একজন আরেকজনের সাথে দেখা করে। সেখান থেকে তারা একসঙ্গে কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন।
রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এই ঘটনায় ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ও খুলনার কলেজ পড়ুয়া ও স্কুল পড়ুয়া দুই কিশোরীর ফেসবুকে সম্পর্ক হয়। দুই কিশোরী নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে প্রথমে ঢাকায় মিলিত হয়। সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় স্কুলপড়ুয়া মেয়েটির কাছে পাওয়া যায় ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করে।