ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই দিন ধরে বাস চলাচল বন্ধ-মানুষের দুর্ভোগ বেড়েছে

rising sylhet
rising sylhet
জুন ১১, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট-মৌলভীবাজার–হবিগঞ্জ রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ আছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারছেন।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন। তাঁদের বক্তব্য, এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিতি যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এ বিষয়ে মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন, তাঁরা যাত্রীসেবার মান বাড়াতে গিয়ে এ রুটে (ঢাকা–সিলেট মহাসড়ক) নতুন মিনিবাস সার্ভিস চালু করেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁরা কী কারণে বাধা দিচ্ছেন, সেটা পরিষ্কার নয়। হবিগঞ্জের বাস চলাচলে কোনো বাধা না দেওয়া হলেও হবিগঞ্জ বাস মালিক সমিতি নিজেদের শঙ্কা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বাস বন্ধের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। তাঁরা নিয়মনীতি না মেনেই এ বাস সার্ভিস চালু করেন। এতে আমরা হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন এ অন্যায়ের প্রতিবাদ করি। এ প্রতিবাদের কারণে মৌলভীবাজারের শ্রমিকেরা হবিগঞ্জের বাসগুলোকে তাঁদের এলাকা দিয়ে যেতে দিচ্ছেন না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।