
দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- এ এস আই সবুজ চন্দ্র বিশ্বাস ও কনস্টেবল উজ্জল মিয়া।
ঘটনাটি হবিগঞ্জ আদালতের ঘটেছ ।
আদালত সূত্রে জানা যায়, গত সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক কারাগারে আটক জাকির হোসেনকে একটি মামলায় আদালতে হাজির করা হয়।
তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসার পর হাজতখানায় নেওয়া হলে স্বজনরা তার সঙ্গে দেখা করে। এ সময় জাকির তার দুই মাসের পুত্র সন্তানকে কোলে নেয়। আর এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জের কোর্ট পরিদর্শক শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার তাদেরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত চিঠি পাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।