ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মাস পর সফলভাবে প্রতিস্থাপন করা হলো মামুনের মাথার খুলি

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি দুই মাস পর সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা তার মাথার খুলির সংরক্ষিত অংশ পুনরায় প্রতিস্থাপন করেন। বর্তমানে মামুন আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন।

একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেন।

গত ৩০ আগস্ট রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। এতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের মধ্যেও ১০–১২ জন আহত হয়েছিলেন।

সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর অবস্থার কারণে মামুনের মাথার খুলির ক্ষতিগ্রস্ত অংশ খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দুই মাস পর সেই অংশটি সফলভাবে প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাঈল হোসেন।

তিনি জানান, “অস্ত্রোপচারের পর কিছু জটিলতা থাকতে পারে বলে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এখন রোগীর অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই তাদের ছাড়পত্র দেওয়া হবে, তখন আমরা বিস্তারিত জানাব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।