
রাইজিংসিলেট- দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না দেশের ৮৯ শতাংশ মানুষ।দেশের ৮৯ শতাংশ মানুষ মনে করেন, কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না—এমন বিধান থাকা উচিত। ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ আয়োজিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। মে থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১,৩৭৩ জনের মতামত নেওয়া হয়। একই সঙ্গে ১৫টি নাগরিক সংলাপও আয়োজন করা হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে:
৭১ শতাংশ উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (PR) পক্ষে মত দিয়েছেন,
৬৯ শতাংশ দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে,
৮৭ শতাংশ মনে করেন, একজন ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদনেতা হওয়া উচিত নয়,
৬৩ শতাংশ ঘূর্ণমান পদ্ধতিতে নারী আসন সংরক্ষণের পক্ষে এবং
৬৯ শতাংশ উচ্চকক্ষে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন।
এছাড়াও,
বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন ৮৬ শতাংশ উত্তরদাতা,
নির্বাচনকালে নির্বাহী বিভাগের ভোট প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের অনুমতি বাধ্যতামূলক করার পক্ষে ৮৭ শতাংশ মত দিয়েছেন,
৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সার্টিফিকেট প্রকাশের প্রস্তাব সমর্থন করেছেন ৮৬ শতাংশ,
৮৮ শতাংশ মনে করেন, প্রার্থীর ব্যয়ের হিসাব ও তথ্য ভুল হলে তার প্রার্থিতা বা ফলাফল বাতিল করা উচিত,
এবং সর্বোচ্চ ৯২ শতাংশ উত্তরদাতা মনে করেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “এই জরিপ প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন ও সংস্কার চায়। বর্তমান কাঠামো ও প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসব কাঠামোর আমূল সংস্কার প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসও উপস্থিত ছিলেন।