ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই স্কু লছাত্রীকে উ ত্ত্য ক্ত করার অ ভি যো গে যুবককে বেঁধে গণ পি টু নি

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ নামে এক যুবককে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। এ সময় ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই দুই ছাত্রী ও তার সহপাঠীরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাদের পেছন পেছন গিয়ে উত্যক্ত করতো অভিযুক্ত যুবক কবির আহম্মদ। ঘটনাটি ছাত্রীরা তাদের পরিবারে জানায়। আজ শনিবার সকালেও তারা প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ওই অভিযুক্ত ফের তাদের পিছু নিয়ে উত্ত্যক্ত করা শুরু করে।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মিরসরাই কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে আহত হলে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে বাড়ি নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।