ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে দিনব্যাপী ফল উৎসব, অংশ নেন শতাধিক বাংলাদেশি

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো ফল উৎসব। দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৭০০ বাংলাদেশি প্রবাসী, যার মধ্যে ছিল ৮০টির বেশি পরিবার।

২০ জুলাই (রবিবার), দুবাইয়ের শাবাব আল আহলি ইনডোর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই উৎসবে সভাপতিত্ব করেন ইয়াকুব সৈনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।

উৎসবে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৫০ জাতের ফল প্রদর্শন করা হয়। এসব ফলের মধ্যে ছিল বাংলাদেশ থেকে আনা মৌসুমি ফল ছাড়াও স্থানীয়ভাবে সংগ্রহ করা নানা জাতের ফল।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ইউএই-এর সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, জুলফিকার ওসমান, শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, শাহাদাত হোসেন, আব্দুল কুদ্দুস ও মুছা আল মামুন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উম্মে আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, সিআইপি আক্তার হোসেন ও মোহাম্মদ বদরুল, সংগঠক আবুল কালাম, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর প্রতিষ্ঠাতা লিজা হোসেন ও সভাপতি লাবণ্য আদিলসহ অনেকে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব সৈনিক জানান, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ফলের পরিচয় তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে তারা শিকড়ের সাথে একধরনের সংযোগ অনুভব করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।