
রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিষ্ঠান ‘দুবাই ট্যাক্সি করপোরেশন’ বাংলাদেশ থেকে ৪০০ জন গাড়ি চালক নিয়োগ দেবে। এই নিয়োগের জন্য ঢাকার কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষা আয়োজন করা হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এক নোটিশে জানানো হয়, চালক নিয়োগ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসীজ’ (লাইসেন্স নম্বর: আরএল-২৭৩৫)। প্রতিষ্ঠানটি দুবাই ট্যাক্সি করপোরেশনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগের অনুমতি পেয়েছে।
প্রার্থীদের সাক্ষাৎকার ও নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর, যথাস্থানে বিকেটিটিসিতে। নির্বাচিতদের সংযুক্ত আরব আমিরাতে কর্মস্থলে পাঠানো হবে জব ফেয়ারের মাধ্যমে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।