
রাইজিংসিলেট- নারায়ণগঞ্জ, ২২ সেপ্টেম্বর – আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে এক পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
তিনি জানান, এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।