ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‍্যাব

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দুর্গাপূজা চলাকালে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তৎপর রয়েছে। একইসঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সংস্থাটি বিশেষ নজরদারিও চালাচ্ছে।

২৩ সেপ্টেম্বর দুপুরে রংপুরের কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানান, এবছর দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের আওতায় রয়েছে প্রায় ৪ হাজার ৬৭০টি পূজামণ্ডপ, যেখানে অন্যান্য বাহিনীর পাশাপাশি র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক। কেউ যেন গুজব বা অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।”

র‍্যাব মহাপরিচালক জানান, ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে র‍্যাব সদস্যদের মোতায়েন শুরু হবে। এছাড়া, গুজব ছড়ানো বা উসকানিমূলক কনটেন্ট অনলাইনে নজরদারিতে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষভাবে কাজ করছে।

পূজা আয়োজকদের উদ্দেশে তিনি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদেরও গুজব প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।