
রাইজিংসিলেট- দুর্গাপূজা চলাকালে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তৎপর রয়েছে। একইসঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সংস্থাটি বিশেষ নজরদারিও চালাচ্ছে।
২৩ সেপ্টেম্বর দুপুরে রংপুরের কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানান, এবছর দেশের বিভিন্ন স্থানে র্যাবের আওতায় রয়েছে প্রায় ৪ হাজার ৬৭০টি পূজামণ্ডপ, যেখানে অন্যান্য বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক। কেউ যেন গুজব বা অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।”
র্যাব মহাপরিচালক জানান, ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে র্যাব সদস্যদের মোতায়েন শুরু হবে। এছাড়া, গুজব ছড়ানো বা উসকানিমূলক কনটেন্ট অনলাইনে নজরদারিতে র্যাবের আইসিটি বিভাগ বিশেষভাবে কাজ করছে।
পূজা আয়োজকদের উদ্দেশে তিনি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদেরও গুজব প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।