ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে নিরাপত্তা জোরদার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক সভা শেষে তিনি এ কথা জানান। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। ধর্মীয় এই উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এবার প্রতিমা ভাঙচুরের ঘটনা তুলনামূলকভাবে কম এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে।

সভায় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা বলেন, বিভিন্ন রুট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে, যার বিপরীতে চাল, সার ও ওষুধ বাইরে যাচ্ছে। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনা উপকূলীয় নৌপথেও এমন তৎপরতা দেখা যাচ্ছে। তিনি বলেন, “আরাকান আর্মি মাদক ব্যবসার ওপর নির্ভর করে টিকে আছে।” বর্তমানে প্রচুর পরিমাণে মাদক আটক করা হচ্ছে, যার কারণে বাজারে এর দামও বেড়েছে।

এছাড়া কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, দেশে আলুর দাম না পাওয়ায় কৃষকেরা হতাশ। ভবিষ্যতে যদি তারা চাষ না করে, তবে আলুর সংকট দেখা দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।