ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি নির্মূল করার বিষয়ে সুমন বলেন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৯, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

দুর্নীতি নির্মূল করার বিষয়ে সুমন বলেন ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন।আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)।

বিজয়ের পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন- ‘সুষ্ঠু নির্বাচন হলে জিতব, নিশ্চিত ছিলাম। তবে এত ভোট পাব, তা ভাবিনি। আমার প্রতিপক্ষ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছে। মানুষের ভালোবাসার কাছে প্রতিপক্ষ হারতে বাধ্য হয়েছে। প্রায় ৫০ বছর পর নৌকার কোনো প্রার্থী পরাজিত হলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

ফেসবুকে লাইভ নিয়ে তিনি বলেন- ‘এখন আমি যে দায়িত্ব পালন করব, সে জায়গা থেকে আগের মতো লাইভ করা সম্ভব হবে না। তবে এখন সমস্যা দেখলে সেসব জায়গার সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করেও সমস্যার সমাধান করতে পারব।

দুর্নীতি নির্মূল করার বিষয়ে সুমন বলেন- ‘দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে কাউকে না কাউকে তো উদ্যোগটা নিতে হবে। আমি উদ্যোগটাই নিতে চাইছি।’

তিনি আরও বলেন- ‘আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। নির্বাচনে জেতার পর আমার প্রতীক ‘ঈগল’ আর ‘নৌকা’ এক হয়ে গেছে। যারা এক হবে না, তারা নৌকার কারণে নয়, ব্যক্তিস্বার্থের জন্য এক হবে না। নৌকা আর ঈগলকে এক করাটা হয়তো খুব একটা সহজ হবে না।
প্রথম আলো: ভোটার বা এলাকাবাসীকে কোন কথাগুলো বলতে চান?’

ব্যারিস্টার সুমন বলেন- ‘বিজয়ী হওয়ার পর আমি প্রথমেই সবাইকে বলে দিয়েছি, আমাকে যাতে ‘এমপি সাহেব’ বলে না ডাকেন। বয়সে বড়রা সুমন এবং ছোটরা ভাই বা যার যা খুশি বলে ডাকতে পারেন। আর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর কোনো অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলে আমার জন্য কোনো বড় চেয়ার রাখা যাবে না। আমার জন্য ১০০ টাকা খরচ করে ফুলের মালা কেনার দরকার নেই, এই টাকা দরিদ্র কাউকে দিলেই বরং আমি খুশি হব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।