
রাইজিংসিলেট- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাদের অধীন রাজস্ব খাতের বিভিন্ন শূন্য পদে মোট ১৮৮ জন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে এবং চলবে ৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও যোগ্যতা
১) কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
টাইপিং: বাংলা ২৫ wpm, ইংরেজি ৩০ wpm
বেতন স্কেল: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
২) ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক
বেতন স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)
৩) ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: টিএন্ডটি ইনস্টিটিউটের প্রশিক্ষণ সনদসহ এইচএসসি
বেতন স্কেল: গ্রেড–১৫ (৯,৭০০–২৩,৪৯০ টাকা)
৪) অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১১৮
যোগ্যতা: এইচএসসি; কম্পিউটার ও বাংলা/ইংরেজি টাইপে ন্যূনতম ২০ wpm
বেতন স্কেল: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)
৫) সার্ভেয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি ও সার্ভেয়িং–সংক্রান্ত প্রশিক্ষণ
বেতন স্কেল: গ্রেড–১৬
৬) গাড়িচালক
পদসংখ্যা: ১১
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি; হালকা ও ভারী যান চালনায় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: গ্রেড–১৬
৭) অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: এসএসসি
বেতন স্কেল: গ্রেড–২০ (৮,২৫০–২০,০১০ টাকা)
৮) নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি
বেতন স্কেল: গ্রেড–২০
বয়সসীমা- ১ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন করার নিয়ম- নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর নির্ধারিত ফি জমা দিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে।
আবেদন ফি- ১–৬ নম্বর পদ: ১০০ টাকা + সার্ভিস চার্জ = ১১২ টাকা
৭–৮ নম্বর পদ: ৫৬ টাকা
অনগ্রসর শ্রেণির সব পদ: ৫৬ টাকা