ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেড় বছরের মেয়েকে পানিতে ছুড়ে ফেলে দেন বাবা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

দেড় বছরের মেয়েকে পানিতে ছুড়ে ফেলে দেন বাবা ।

গত ৩০ জানুয়ারি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শুটকি নদীর শাখায় কাগাপাশা ব্রিজের নিচে এক শিশুর লাস ভাসছিল। পরদিন সরকারি সিদ্ধান্তে বেওয়ারিশ হিসেবে শিশুটিকে দাফন করা হয়। দাফনের পর গণমাধ্যমে ছবি দেখে মা এসে এনিকে শনাক্ত করে তার সাবেক স্বামীসহ দুজনের নামে মামলা করেন।

শিশুটির মা শুক্রবার (২ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বানিয়াচং থানায় এ হত্যা মামলা করেন।মৃত দেড় বছর বয়সী এনি আক্তার সিলেটে টিলাগড় এলাকার ইমরান আহমেদ ও ইয়াসমিন বেগমের মেয়ে।সাবেক স্বামী ও তার এক সহযোগীকে আসামি করেছেন।

বাদীর বরাত দিয়ে পুলিশ জানায়, এক পুত্রসন্তানসহ ইমরানকে বিয়ে করেছিলেন শারমিন। এরপর শিশু এনির জন্ম হয়। কয়েক বছর সংসার করার পর দুজনের বিচ্ছেদ হয়ে যায়।

তবে ইমরান তার শিশুর ভরণপোষণের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত ছিল। যে টাকা ইমরান সম্প্রতি পাঠাচ্ছিলেন না।

এ নিয়ে দুজনের ঝগড়া হয় এবং ইমরানকে শারমিন জানান, মেয়ে অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে।

পরে চিকিৎসা করানোর কথা বলে গত ২৯ জানুয়ারি রাতে শারমিন ও মেয়ে এনিকে ট্রাকে তুলে নেন ইমরান। সিলেট থেকে ট্রাকটি বানিয়াচংয়ের কাগাপাশা ব্রিজে উঠলে মেয়েকে ছুড়ে পানিতে ফেলে দেন। এরপর শারমিনকে নবীগঞ্জের একটি রাস্তায় নামিয়ে দিয়ে ইমরান তার আরেক সহযোগীকে নিয়ে পালিয়ে যান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বাদীর অভিযোগ আমলে নিয়ে ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তে পাওয়া সিদ্ধান্তে ভিত্তি করে মামলার বাকি প্রক্রিয়া চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।