
দেশব্যাপী ঘোষিত ব্লকেড কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ।
একই দিন আরেক ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী লেখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়। পরে বিকেলে ব্লকেড প্রত্যাহারের আহ্বান জানান সংগঠনের শীর্ষ নেতারা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে এ আহ্বান জানান সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। – নাহিদ।’
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির একটি সমাবেশে হামলার অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি করা হয়।
পরে বিকাল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এনসিপির গাড়িবহরে আবারও হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ সময় গুলি ছোড়ার ঘটনাও ঘটে। হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।