ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর সকাল ৯টার মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে জানিয়েছে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, উল্লেখিত জেলাগুলো ছাড়া অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দু’এক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হলেও হতে পারে। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এবং আকষ্মিক ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে কিছুটা পাহাড় ধ্বসের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়াও ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

পোস্টে সংস্থাটি জানায়, ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর সকাল ৯টার মধ্যে বরিশাল, ভোলা উত্তর, ভোলা দক্ষিণ, ঝালকাঠি, পটুয়াখালী উত্তর, পটুয়াখালী দক্ষিণ, বান্দরবান উত্তর, বান্দরবান দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কক্সবাজার উত্তর, কক্সবাজার দক্ষিণ, সন্দ্বীপ, ফেনী, খাগড়াছড়ি উত্তর, খাগড়াছড়ি দক্ষিণ, লক্ষ্মীপুর, নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ, রাঙ্গামাটি উত্তর, রাঙ্গামাটি দক্ষিণ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী,গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ উত্তর, ময়মনসিংহ দক্ষিণ, নেত্রকোণা, শেরপুর, বাগেরহাট দক্ষিণ, কুড়িগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।