ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ডালের বাজারে ঊর্ধ্বগতি: সংকটে সাধারণ ক্রেতারা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাম্প্রতিক সময়ে দেশের বাজারে সব ধরনের ডালের দাম বেড়ে গেছে। বিশেষ করে দেশি মসুর, অ্যাংকর ও ছোলার ডালের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

খুচরা ব্যবসায়ীদের মতে, বড় ব্যবসায়ীরা রমজানের আগে থেকেই পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছেন, যাতে পরে অভিযোগ এড়ানো যায়। তারা বলছেন, রোজার সময় দাম বাড়ালে নজরে পড়ে, সমালোচনার মুখে পড়তে হয়, তাই আগেভাগেই দাম বাড়ানো হচ্ছে।

তবে আমদানিকারকদের ভাষ্য, মূল্যবৃদ্ধির মূল কারণ আন্তর্জাতিক বাজারে ডালের সংকট। তাদের দাবি, রমজানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নভেম্বরের দিকে আমদানি বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

সরকারি তথ্যমতে, দেশে ডালের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু তারপরও বাজারে দাম বাড়ার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে বাজারে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫৫–১৬০ টাকায়, যা এক মাস আগে ছিল ১৪০–১৪৫ টাকা। ছোলার দাম বেড়ে ১০০–১১৫ টাকায় পৌঁছেছে। অ্যাংকর ডাল আগে যেখানে ছিল ৬০–৬৫ টাকা, এখন তা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে মুগ ডালের দাম, যার কেজিপ্রতি মূল্য এখন ১৩০–১৬০ টাকার মধ্যে।

টিসিবির তথ্যানুসারে, এক মাসে দেশি মসুর ডালের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ এবং ছোলার দাম ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দেশে প্রতিবছর মোট ডালের চাহিদা প্রায় ২৬–২৭ লাখ টন, যার মধ্যে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। ফলে প্রতি বছর প্রায় ৬০ শতাংশ ডাল আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করতে হয়। বর্তমানে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে সবচেয়ে বেশি ডাল আমদানি করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।