
রাইজিংসিলেট- দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি- ১১২ জনের মৃত্যু। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। গতকাল শুক্রবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, তিন এয়ারলাইন্সের মোট ২২২ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। ২২২ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৯ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৪ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৯ টি। এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮৭, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯২, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে নিতে দেয়া হয় না। এক্ষেত্রে পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।