ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ভোজ্যতেলের নতুন মূল্য কার্যকর আজ থেকে

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা বেড়ে ১৯৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারে ১৭৬ টাকা এবং পাম তেল লিটারে ১৬৬ টাকায় বিক্রি হবে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দামের এই সমন্বয়ের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই বাজারে তেলের দাম বাড়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। ফলে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৯২২ টাকার বদলে ৯৬৫ টাকায় এবং ১ লিটারের বোতল ১৮৯ টাকার বদলে ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, ব্যবসায়ীরা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেননি এবং একতরফাভাবে দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। পরে আলোচনার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন মূল্য ঘোষণা করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।