
রাইজিংসিলেট- দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা বেড়ে ১৯৫ টাকা করা হয়েছে।
এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারে ১৭৬ টাকা এবং পাম তেল লিটারে ১৬৬ টাকায় বিক্রি হবে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দামের এই সমন্বয়ের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই বাজারে তেলের দাম বাড়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। ফলে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৯২২ টাকার বদলে ৯৬৫ টাকায় এবং ১ লিটারের বোতল ১৮৯ টাকার বদলে ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, ব্যবসায়ীরা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেননি এবং একতরফাভাবে দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। পরে আলোচনার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন মূল্য ঘোষণা করা হলো।