
অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে বলেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়ীবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন।
স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। সবার মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি নয়, মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই পরিকল্পনা করছে বিএনপি।
তিনি বলেন, প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি।
অন্যান্যের মধ্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।