বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন,ক্ষমতার জন্য অশুভ প্রতিযোগিতা চলছে ।
বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ঐক্যের বিকল্প নেই। নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশ যেতে পেরেছেন খালেদা জিয়া। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমান দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার ওপর লেখা, ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।