ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে দোকানে হা ম লা ৫ লক্ষ্য টাকা লু ট ব্যবসায়ীর

rising sylhet
rising sylhet
জুন ২১, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী এনায়েত হোসেনের দোকানে দুর্ধর্ষ ডাকাতি ও স্বজনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) বিকালে উপজেলার চকবাজারে বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার সিকান্দার আহমদের সভাপতিত্বে ও আজাদ হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউনিয়ন জামাতের আমির ডাঃ এনামুল হক, বাজার কমিটির সেক্রেটারি জাকির হোসেন, বিএনপি নেতা নূর হোসেন নূরু, ডাঃ আলিম উদ্দিন পলাশ প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেনের পিতা এরশাদ মিয়া একটি বিদ্যুৎবিল যাচাই করতে ১২ জুন দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে যান। এ সময় একই গ্রামের আলাউদ্দিন গংয়ের ডাকে সাড়া না দেওয়ায় পূর্ব বিরোধের জেরে তাদের অতর্কিত কিল-ঘুষিতে গুরুতর আহত হন তিনি। দ্বিতীয় দফা পরদিন ১৩ জুন রাতে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ মিয়ার ছেলে সাফায়াত, আজাদ, আব্দুল মালেক, ভাতিজা মনির উদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চান তারা। এতে ক্ষিপ্ত জামাল ও রিপনসহ সংঘবদ্ধভাবে চাপাতি ও লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্র নিয়ে উল্টো অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে।

এ সময় আহতদের দোকানে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে তাদের চারটি দোকান থেকে ৫ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় সাদিয়া বেগমসহ গং বিবাদীরা। এ ঘটনায় ব্যবসায়ী এনায়েত হোসেন বাদী হয়ে ১৪ জুন প্রতিপক্ষের ১৮ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগ দেন। এমতাবস্থায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত আলাউদ্দিন গংদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, গোলাম হোসেন, মনির হোসেন, রহমতুল্লাহ, দুলাল মিয়া, শাহ আলম, শাহজাহান মিয়া, শফিক প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।