ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দফায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

rising sylhet
rising sylhet
জুন ১২, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

দ্বিতীয় দফায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারের কমিটিগুলোতে নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারী নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে।

ঘোষিত কমিটি:

সিটি ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি ইয়ালিদ নাঈম, সিনিয়র সহ-সভাপতি মারজুক আহম্মেদ হিমেল, সাধারণ সম্পাদক মো. লিংকন মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল।

এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি মো. অন্তর ও সাধারণ সম্পাদক মুসা ইব্রাহিম অনিক।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদল-সভাপতি মো. আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি মারজান আহমেদ উচ্ছাস, সাধারণ সম্পাদক সাগর হোসাইন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মিঠুন মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক তাইশা আফরোজ মুনা।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদল-সভাপতি রাশেদ মো. নাফিস হৃদয়, সিনিয়র সহ-সভাপতি ফারুক আব্দুল্লাহ নাঈম (সিয়াম), সাধারণ সম্পাদক মো. লিসানুল আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ছাত্রদল-সভাপতি আল আমানত কবির শাইক, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আলীম পিয়াস, সাধারণ সম্পাদক রাতুল তালুকদার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আল শাহারিয়ার রাফি ও সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ হাসান।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল-সভাপতি ইয়াছিন আরাফাত ছোটন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জিসান আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক. মো. সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মো. জিসান।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি তাহসীন মো. চৌধুরী (অমিও), সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ কাওছার, সাধারণ সম্পাদক মো. ফাহিম বকসী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি মো. হাবিবুল্লাহ আকন্দ, সিনিয়র সহ-সভাপতি মারুফ শাহারিয়া, সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মিত্র ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শাহেদ মল্লিক (শান্ত)।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ছাত্রদল-আহ্বায়ক সৈয়দ রেজওয়ান রশীদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডি. এস. তাওহিদ আহমেদ (স্বপ্নীল) ও সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রাব্বি।

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল-সভাপতি রণি বর্মন, সিনিয়র সহ-সভাপতি শিব্বির আহমেদ সজীব, সাধারণ সম্পাদক হাসান শাহারিয়ার শাওন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা মাহবুব সৌরভ ও সাংগঠনিক সম্পাদক ফাতিমা আক্তার।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি মাইনুল হাসান নিশাত, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক এ. আর. নাজমুল, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. হাসিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. রায়হান চৌধুরী।

গণবিশ্ববিদ্যালয় ছাত্রদল-সভাপতি মো. নির্জন, সিনিয়র সহ-সভাপতি মো. মামুন হোসেন খান, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আব্দুল্লাহ আল রাইভার ও সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল-সভাপতি মেহেদী হাসান শুভ, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মাহবুব হিমেল, সাধারণ সম্পাদক এস. এম. সালমান ফারসী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আশিক বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এ. আরিয়ান।

সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল-আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মনিরুজ্জামান (সাদ) ও সদস্য সচিব. মো. নাজমুস সাকিব।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল-আহ্বায়ক ইমরানুল হাসান রিমু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রেজোয়ান মন্ডল রেজা ও সদস্য সচিব শাহরিয়ার কবির মিকাইল।

ব্র্যাক ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি: নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আকাইদ হোসেন বিজয়, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, সিনিয়র যুগ্ম-সম্পাদক জিদান খান ও সাংগঠনিক সম্পাদক মুজতবা মাহবুব প্রান্ত।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ছাত্রদল-সভাপতি দুদুল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. মুনিফ সরকার শাদ, সাধারণ সম্পাদক শাবাব আনোয়ার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মোফরাদুল ইসলাম সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা পায়েল।

বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদল-সভাপতি ইমাম হাসান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. সাজিদুর রহমান সৌমিক ও সাংগঠনিক সম্পাদক লিমন তরফদার স্বাধীন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ছাত্রদল-সভাপতি মো. মুবিন মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি রেজুয়ান রহমান তামিম, সাধারণ সম্পাদক কাজী মো. হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আরমান পাশা ও সাংগঠনিক সম্পাদক তাজওয়ার হাসিন জুবরাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।