
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার বিকেলে লালমনিরহাট শহরের হানিফ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার এক কিশোর সেলুনে চুল কাটাতে গেলে পরেশ চন্দ্র শীল তাকে উদ্দেশ করে ধর্ম নিয়ে কটূক্তি করেন। পরে বিষয়টি জানাজানি হলে রোববার যোহরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা ওই সেলুনে গিয়ে পরেশ চন্দ্রকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। পরে পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে মারধর করে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হতে থাকে মুসল্লিরা। এ সময় উত্তেজিত জনতা থানা ঘেরাও করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামী মঙ্গলবার বাদ যোহর অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে রেলওয়ে স্টেশন মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, আটক দুইজন এর আগেও ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। সর্বশেষ শুক্রবার একই কাজ তারা আবার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটকরা হলেন- শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। তারা পেশায় নাপিত।