
ধারের টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মো. জাহাঙ্গীর মিয়া (২২) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নেত্রকোণা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সদর উপজেলার কাইলাটী গ্রামের মো. উসমান আলীর ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটী গ্রামে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
স্থানীয় সূত্র জানায়, নিহতের বড় ভাই আলমগীর চল্লিশাকান্দা বাজারে মুদি দোকান চালান। তার কাছ থেকে চার হাজার টাকা ধার নেন পাশের গ্রামের রনি ও তরিকুল। দীর্ঘদিনেও টাকা না ফেরত দেওয়ায় আলমগীর টাকা চাইতে গেলে তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে আবারও টাকা চাইতে গেলে আলমগীরের ওপর হামলা চালায় রনি ও তরিকুলরা।
চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে আসেন ছোট ভাই জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষরা আলমগীরকে ফেলে রেখে জাহাঙ্গীরের ওপর হামলা চালায় এবং তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের বাবা উসমান আলী অভিযোগ করে বলেন, ধারের টাকা চাওয়ায় আমার বড় ছেলের ওপর হামলা চালায় রনি, তরিকুলসহ ৮-১০ জন। ছোট ছেলে বাঁচাতে এগিয়ে এলে তারা তাকেও পিটিয়ে ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে মৃত্যুর পর নিশ্চিত হয়ে হাসপাতালে ফেলে রেখে যায়। যাওয়ার সময় আমাদের সবাইকে হত্যার হুমকি দিয়েছে।