ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

 

নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান।

আজ বুধবার (২৭ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও নির্বহী ম্যজিস্ট্রেট মতিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা নেতৃত্বে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ফুটপাতে অবৈধ ভাবে পার্কিং এবং মালামাল রেখে দখল করায় নগদ অর্থদণ্ড প্রদান এবং উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য, গত ১০ মার্চ নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন ও নগরীর ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে সিসিক কতৃর্পক্ষ।

২০৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।