
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে আজ মানুষের জান-মাল, ইজ্জত ও ধর্মীয় নিরাপত্তাও নাই। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও মানুষ শান্তিতে নেই। এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের সঠিক শাসক নির্বাচন করতে হবে। এজন্য আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিন। জামায়াতে ইসলামীও দেশের প্রত্যেকটি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে। সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি সোমবার রাতে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ডহর সেন্টারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
১০নং ওয়ার্ডের সভাপতি প্রভাষক দেওয়ান আছকির আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. অলিউর রহমানের সঞ্চালনয়া অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানার নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, থানা সেক্রেটারি পারভেজ আহমদ, স্বাদ এন্ড কো. পরিচালক নুরুল আলম ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদির।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় মুরব্বি নজির মিয়া, আব্দুল মুকিত, মুজিবুর রহমান, হাজী মানিক মিয়া, জিল্লুল হক, আব্দুর রাজ্জাক, আলেক মিয়া, শাহবুদ্দিন, ডহর সমাজ কল্যাণ সংঘের সভাপতি খালেদ আহমদ, আব্দুল ওয়াহাব মকবুল, ফখরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এছাড়া তিনি সোমবার বিকেলে নগরীর রিকাবিবাজার, লামাবাজার এবং জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন।
পরে এদিন রাতে নগরীর ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পার এলাকায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও রাখেন মাওলানা হাবিবুর রহমান।