ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন দুইশত টাকার নোটে স্থান পেল যবিপ্রবি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি

rising sylhet
rising sylhet
জুন ২, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশত টাকার নোটের নকশা উন্মোচন করেছে, যেখানে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা যবিপ্রবির লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। নতুন দুইশত টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত।

এই বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেয়া খুলনা জেলা সমিতির সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, ‘দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে ধরে বলে যে, ভাই চলেন কিছু একটা করা লাগবে, পরে ওই দিনই আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও ওদের নিয়ে বের হয়ে সব ঠিক ঠাক করে আর্ট শুরু করা হয় সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করতে হয়েছিল। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিল না, আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে।’

এই বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান আরো বলেন, গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল।

সোহানুর রহমান বলেন, আজ যখন নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর জন্য এক গর্বের মুহূর্ত। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়টিতে, খুলনায় আমরা যবিপ্রবিয়ানরা সিদ্ধান্ত নেই ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি তৈরি করবো। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি তখন ভাবতেও পারিনি, এমন একটি পর্যায়ে এটি পৌঁছাবে।

এছাড়াও যবিপ্রবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘আমরা খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।