ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বোতলে পুরোনো মদ নয়-আইনমন্ত্রী

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

সাইবার নিরাপত্তা আইন নতুন বোতলে পুরোনো মদ নয় বলেছেন,আইনমন্ত্রী আনিসুল হক। যারা এমনটি বলছেন তারা সমালোচনার জন্যই কেবল বলছেন।কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে।অনেক সাজা কমানো হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এছাড়াও আগের আইনে যেগুলো দফা জামিনযোগ্য ছিল না, সেগুলো জামিনযোগ্য করা হয়েছে। অর্থদণ্ডও কমানো হয়েছে। তাই এটা নতুন বোতলে পুরোনো মদ নয়। যারা এমনটি বলছেন তারা সমালোচনার জন্যই কেবল বলছেন।
আইসিটি বিভাগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য সিকিউরড সাইবার স্পেস প্রয়োজন। এক্ষেত্রে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়ানো হতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগও করতে হবে। এজন্যই সাইবার সিকিউরিটি আইন-২০২৩ আমরা প্রস্তাব করেছি।

এতে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করিনি, এটাকে রহিতকরণ করে পরিমার্জন করা হয়েছে। আগে কিছু কিছু ধারা শাস্তি বেশি ছিল, সেগুলো কমানো হয়েছে। আবার আগে একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ সাজার বিধান ছিল এখন সাইবার নিরাপত্তা আইনে সেই ধারা বাতিল করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ডেটা সুরক্ষা আইনও করছি। এটা হবে দেওয়ানি মামলা। এতে অর্থদণ্ড থাকবে, কারাদণ্ড থাকবে না। অনলাইনে মতামত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সকলের মতামত গুরুত্ব সহকারে দেখছি।

তিনি বলেন, আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।