
রাইজিংসিলেট- টলিপাড়ায় আবারও বিয়ের সময় শুরু হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক করতে তিনি প্রস্তুতি নিচ্ছেন।
মধুমিতা–দেবমাল্যর সম্পর্ক টলিপাড়ায় দীর্ঘদিন ধরে আলোচিত। পাঁচ বছরের সম্পর্কের পর এবার তারা বিয়ের দিন ঠিক করেছেন। খবর অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি হবে তাদের বিবাহ। অনুষ্ঠানটি আয়োজন করা হবে বারুইপুর রাজবাড়িতে, এবং নবদম্পতি ঐতিহ্যবাহী সাজে সেজে উঠবেন।
বিয়ের পর ২৫ জানুয়ারি রিসেপশন হবে শোভাবাজার রাজবাড়িতে। ধারণা করা হচ্ছে, টলিপাড়ার অনেক তারকা উপস্থিত থাকবেন।
এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ছোটপর্দার অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত ছিলেন, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে দেবমাল্যের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
মধুমিতার প্রথম পরিচয় দেবমাল্যের সঙ্গে হয়েছিল ২০১৯ সালে, তবে তখন ঘনিষ্ঠতা বাড়েনি। কয়েক মাস আগে আবার যোগাযোগ শুরু হলে বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়।
অভিনয়ে মধুমিতা ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।